(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) শিশু, কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় Typhoid Vaccination Campaign বিষয়ক District Level Consultation Workshop With Media Persons অনুষ্ঠানটি আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ,নেত্রকোণায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব রাফিকুজ্জামান মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ডাঃ মোঃ গোলাম মাওলা, সিভিল সার্জন, নেত্রকোণা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা।
অনুষ্ঠানে নেত্রকোণা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।