মোঃ ইয়াছিন পালোয়ানঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।পরদিন শুক্রবার (৩ অক্টোবর) ভোরে তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, প্রায় সাত মাস আগে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী এলাকার বাসিন্দা সাবেক কাউন্সিলর আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহীন।