মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় ৪ কেজি গাঁজা ও কিছু কাঠের তক্তাসহ এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মহরম হোসেন (২৬), পিতা মোঃ শফিকুল ইসলাম, সাং উত্তর সাপটানা, থানা লালমনিরহাট সদর, জেলা লালমনিরহাট।
সূত্র জানায়, সোমবার রংপুর-ঢাকা মহাসড়কের মুরাদপুরে অবস্থিত মির অ্যান্ড রুবেল এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশির ভিত্তিতে মহরম হোসেনের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত মহরম হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।