মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি:নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। আজ রোববার (১২ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয় মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. সজিব মিয়া সহকারী কমিশনার ভূমি,
ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা,আমেনা খাতুন, প্রধান শিক্ষক, মাহমুদা খানম কোহিনুর, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পরিসংখ্যানবিদ, মুক্তা বেগম, স্বাস্থ্য সহকারী এবং জামাল উদ্দিন।
ডা. রাশেদুল হাসান মাহমুদ,তিনি বলেন,’টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, ততই হাসপাতালের ওপর চাপ কমবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার পথে এই কর্মসূচি একটি বড় পদক্ষেপ।’
মো. সজিব মিয়া সহকারী কমিশনার ভূমি,তিনি বলেন, মনোহরদীতে কোন একটি শিশু টাইফয়েড টিকা দেওয়া থেকে বঞ্চিত হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এর বাইরেও সব শিশুকে এই টিকা দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে।
মাহমুদা খানম কোহিনূর, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, তিনি বলেন, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়—এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এই উদ্যোগ একটি বড় পরিবর্তন আনবে। জন্মসনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না। সব শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।