ঢাকা আজ মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নেত্রকোনা প্রশাসনের অভিযান (পলাশ পাল,নেত্রকোণা জেলা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

প্রতিনিধি)
নেত্রকোণা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আজ ৫ অক্টোবর রোববার সকাল থেকে জেলা ও পৌরসভা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরীবাজার পর্যন্ত দীর্ঘ সময় ধরে এ অভিযান পরিচালিত হয় ।
জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে -সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অটো, ভ্যান ও মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের অনিয়মিত পার্কিং অপসারণ করা হয়।
অভিযানকালে নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান – দোকানদার ও পথচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন -নিজ নিজ দোকানের সামনে সড়ক বা ফুটপাত দখল না করে চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।
এ সময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসনের এ অভিযানে শহরের প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসে এবং পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক