গত ৭ই জানুয়ারী ২০২৪ সালের জাতীয় সংসদ ডামি নির্বাচনে কুড়িগ্রাম -৩,উলিপুর আসনে আওয়ামিলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতিকে ভোট করেছিলেন গবা পান্ডে,তার পাশে ছবি তে যাকে দেখতে পারছেন,উনি হচ্ছেন বুড়াবুড়ী বাজারের সুবিধাবাদী চকরা রাজু,বাবার নাম ইয়াকুব সুদারু,বুড়াবুড়ী বাজারের নাম করা সুদারু,এই রাজু একটা সময় ছাত্রদল করতো,২০১৬ সালে বুড়াবুড়ী ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে ছিলো,কিন্তু ২০১৭/১৮ তে এই রাজু,এবং রাজু’র বাবা ইয়াকুব সুদারু,রাজু’র আপন ছোটো ভাই সাজু মিলে। কুড়িগ্রাম জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু কে বাপ দায় দিয়ে,মঞ্জুর হাত ধরেই ৩ বাপ পুত আওয়ামিলীগে যোগদান করে, রাজুর পরিবার হচ্ছে আওয়ামীলীগ পরিবার,আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে, মঞ্জুর শেল্টার নিয়ে,রাজু বুড়াবুড়ী ইউনিয়নে,টেন্ডার বাজি,চাঁদাবাজি,দখলদারি সহ মানুষের উপর জুলুম,অত্যাচার,অবিচার,এবং নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম কাজ করেছে রাজু,বুড়াবুড়ী হাইস্কুলের ৪ জন পিওন দপ্তরি নিয়োগের সময়,নিয়োগ বানিজ্য করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD