কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ- “এক সাথে, আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ ঘন পরিবেশে সালাম ষ্টীল নির্মান শিল্পী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টম্বর) সন্ধ্যায় সালাম ষ্টীল পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সালাম ষ্টীল নির্মাণ শিল্পী মেলা আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি কাজী মাজেদুর রহমান। সালাম ষ্টীল নির্মাণ লিল্পী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম স্টীল রাজশাহী জোনের এ জিএম বাবুল আকতার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই মের্সাস তৌফিক ট্রের্ডাস সত্বাধিকার মোঃ হাফিজুর রহমান। আলোচনা সভায় সুভেচ্ছা বক্তব্য রাখেন সালাম ষ্টীল হেড অফ টেকনিক্যাল প্রকৌশলী মামুনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাসিষ্টেন ম্যানেজার সেল্স এবং মাকেটিং ম্যানেজার মোঃ আব্দুর রহিম। সিনিয়র প্রকৌশলী বিজনেস উন্নয়ন মোঃ মোর্শেদুল আলম,সিনিয়র ম্যানেজার সেলস এবং মাকেটিং গোলাম সারোয়ার প্রমূখ। আলোচনা সভায় আত্রাই এক শত নির্মান শিল্পী ও ডিলার গন উস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।