নিউজ ডেস্ক: আন্তরিকতায় ভরপুর এই উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে উভয়েই খুব হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্বটি শেষ করে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন
অত্যন্ত আন্তরিক পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে। আন্তরিকতায় ভরপুর এই উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে উভয়েই খুব হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্বটি শেষ করে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।
যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বৈঠক শুরুর কথা জানিয়েছেন। কেউ কেউ এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস।
ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের সময়-বিতর্কের মধ্যে বৈঠকটি হচ্ছে। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক।
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করতে পারেন বলে জানা গেছে। এদিকে দেশের সাধারণ মানুষ বৈঠকটিকে দেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখছেন। বৈঠক থেকে ফলপ্রসু আউটপুট আসতে পারে বলে প্রত্যাশা দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সকলের।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD