কুড়িগ্রাম সংবাদদাতা: যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প” ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর কুড়িগ্রাম শাখায় তৃতীয় ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন আতাহার আলি, বিভাগীয় প্রধান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড রংপুর বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক হোসেন আল ফাহাদ (ডিজিটাল মার্কেটিং), শাহনেওয়াজ হোসেন (গ্রাফিক্স ডিজাইন), সাব্বির হোসাইন (ডিজিটাল মার্কেটিং) এবং কো-অর্ডিনেটর আব্দুল আজিজ ও রাকিবুল হাসান। অনুষ্ঠানে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে তরুণরা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব টেকনোলজি বিষয়ে দক্ষতা অর্জন করেছে। ঘরে বসেই তারা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ পাচ্ছে। অনেকেই চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এতে তরুণরা স্বনির্ভর হয়ে উঠছে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠছে, যা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অবদান রাখছে।
প্রশিক্ষণ শেষে এখানেই কার্যক্রম শেষ হয় না। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নিয়মিত মেন্টরিং সাপোর্ট সেশন পরিচালনা করে, যেখানে প্রশিক্ষণার্থীরা মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কৌশল, প্রজেক্ট ডেলিভারি, বিডিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, নতুন টুলস সম্পর্কে ধারণা ও আয় বৃদ্ধির দিকনির্দেশনা পায়। এর ফলে তারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বাস্তব অভিজ্ঞতা নিয়ে ধারাবাহিকভাবে আয় করতে পারছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD