কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামে তার জামাই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, একলিমুর রেজার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রাখা হচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
একলিমুর রেজা বর্তমানে আমলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।তার আটকের খবরে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে এখনো কুষ্টিয়া ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD