কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক নিয়মিত মামলার আসামী, ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারায় আটককৃত ব্যক্তি এবং বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত আসামী রয়েছে।
তিনি আরও জানান, আইনের বাইরে কেউ নয়। এলাকায় অপরাধ দমন, জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মিরপুর থানা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। অপরাধীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ প্রক্রিয়ায় বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD