নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ খবরে জানা গেছে, মাত্র ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা বর্ষণে আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২১১ জন।
এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে—যা মানব ইতিহাসে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হচ্ছে। এই রক্তক্ষয়ী সংঘাতের সর্বশেষ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, শনিবার (২৪ মে) প্রকাশিত হয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে।
চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত আরও ৩,৭৪৭ জন নিহত এবং প্রায় ১০,৬০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই টানা সামরিক অভিযানে ধ্বংসস্তূপে চাপা পড়া বহু লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।
এই বর্বরতা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ইসরায়েল আগে থেকেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং যুদ্ধাপরাধের দায়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD