ঢাকা আজ রবিবার , ১১ মে ২০২৫ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১১, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে। শুক্রবার হঠাৎ করেই শান্তিপূর্ণ সীমান্তে এই বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ।,

স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান, শুক্রবার মসজিদে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার জন্য বলা হয়েছে। তবে, বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানানো হয়নি। এ সীমান্তে উত্তেজনাপূর্ণ কিছুই হয়নি। তবুও বাঙ্কার নির্মাণ করা হয়েছে।

চরধরমপুর বিওপির নায়েব সুবেদার আশরাফুল ইসলাম জানান, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে, এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোন ধরনের শঙ্কা নেই।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। এ নিয়ে শঙ্কিত হবার কিছুই নেই।’

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক