চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আবুল হাসেম সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন অফিসের মেহেদী হাসান কে সাধারণ সম্পাদক করে সভায় এই কমিটি অনুমোদন করা হয়।
আজ সোমবার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত, বৈষম্যমূলক পদায়নসহ বিভিন্নভাবে অবহেলিত কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্য নিরসন এবং কর্মপরিবেশ সুষ্ঠু-স্বাভাবিক রাখতে এই কমিটি কাজ করবে। এতে সহ সভাপতি পদে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মরত মো: শরিফুল ইসলাম, সহ সভাপতি পদে উপজেলা পরিষদের সিএ মোছা: রহিমা খাতুন,যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: ফজলুল হক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো: সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুরাইয়া আক্তার ও দপ্তর সম্পাদক পদে মো: সোহেল রানা রয়েছে।