আলী রেজা রাজু,সাভার:গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র কোলাহল ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলমান নির্বাচনে জি.এস পদপ্রার্থী রিদুয়ানুল ইসলাম মানিক-এর বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে পাঠানো অশ্লীল বার্তার স্ক্রিনশট বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ “গণ বিশ্ববিদ্যালয় পরিবার”-এ প্রকাশ হয় — কিন্তু মাত্র ২০ মিনিটের মধ্যেই সেই পোস্ট রহস্যজনকভাবে মুছে ফেলা হয়।
ফেসবুক পোস্টে প্রকাশিত স্ক্রিনশটগুলোতে অভিযোগ করা হয়েছে যে, মানিক দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, বুলিং ও হয়রানিতে জড়িত। অভিযোগটির পরিপ্রেক্ষিতে বহুকাল ধরে বিভিন্ন সংগঠন—বিশেষত ডিবেটিং ক্লাব—সহ তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে; কিন্তু ক্ষমতার প্রভাবের কারণে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযুক্তদের দাবি।
পোস্টটি মুছে ফেলার পর শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা ও ক্ষোভ আরও তীব্র হয়েছে। এক শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, “যে ব্যক্তি নারী শিক্ষার্থীদের জন্য হুমকি, সে ছাত্র সংসদের মতো মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল পদে প্রার্থী হওয়াই লজ্জাজনক। আমরা নারী হয়রানিকারীকে প্রার্থী হিসেবে মানতে পারি না।” আরেক ছাত্রীর মন্তব্য—“প্রমাণ মুছে ফেলার চেষ্টা মানেই অপরাধের দায় এড়ানোর চেষ্টা।”
ক্যাম্পাসজুড়ে এখন একই দাবি ঘুরে — মানিককে অবিলম্বে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে তৎক্ষণাত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। শিক্ষার্থীরা অনুরোধ করেছেন যে, প্রার্থী নতুন কোনো পদে অংশ নেওয়ার আগে ব্যাপক তদন্ত করে ফলাফল যেন সার্বজনীনভাবে ঘোষণা করা হয়।
অভিযুক্ত রিদুয়ানুল ইসলাম মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কমিশন জানিয়েছে—“যদি তদন্তের মাধ্যমে যথাযথ প্রমাণ পাওয়া যায়, আমরা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।” কমিশন কী ধরনের প্রমাণ চাইবে বা কি সময়ে ব্যবস্থা নেওয়া হবে— সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনার পর ক্যাম্পাসে অনলাইন ও অফলাইনে আলোচনা-সমালোচনা তীব্রভাবে চলছে; অনেকেই প্রশাসনকে অভিজ্ঞতার আলোকে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলছেন যাতে ভবিষ্যতে কাউকে এভাবে ক্ষমতার আশ্রয় নিয়ে অপরাধ করে সুড়সুড়ানোর সুযোগ না মেলে।
জানানো প্রয়োজন—এমন অভিযোগ যেখানে ব্যক্তিগত নৈতিকতা ও নিরাপত্তার প্রশ্ন জড়িত, সেখানে সুষ্ঠু তদন্ত ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবু শিক্ষার্থীরা এখন সরাসরি দাবি তুলেছেন—গণ বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় প্রশাসন ও নির্বাচন কমিশন নীরব বসে থাকতে পারবে না।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD