মোঃ এলাহী:
ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যের বার্তা, নতুন নেতৃত্ব নির্বাচিত কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ হতে হবে।সম্মেলনে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন মুরাদ এবং সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম বিপ্লব।জেলা বিএনপির আহবায় কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, তৃণমূল নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে সম্মেলনটি ঐক্য, শক্তি ও নেতৃত্বের বার্তা দেয়।