ঢাকা আজ মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ২০-২৫ কিলোমিটার যানজট

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ


মোঃ শাহজালাল ফারুক
শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে প্রধান দুটি সড়ক ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীর শনির আখড়া থেকে মেঘনা টোলপ্লাজা ও কাঁচপুর ব্রিজের পূর্বপাশ থেকে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া পর্যন্ত ডান-বাম সহ প্রায় ২০হইতে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে চলার খবর পাওয়া গেছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও লম্বা ছুটির কারণে সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।তিনি আরও বলেন, আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। তবে গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় যানজট নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে, আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।যাত্রীরা জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধাঘণ্টা সময় লাগলেও আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।
যাত্রী পিংকি রানী বলেন, প্রতি বছর পূজার ছুটিতে আমরা গ্রামে যাই। কিন্তু এ বছর যানজট এত ভয়াবহ যে, কখন পৌঁছাতে পারব সেটি নিয়েই দুশ্চিন্তায় আছি।
শুধু চট্টগ্রামমুখী সড়ক নয়, ঢাকা-সিলেট মহাসড়কেও একই চিত্রের খবর পাওয়া গেছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশেও যানবাহন ধীর গতিতে চলছে।
বাসযাত্রী নিমাই কুমার, তারা মিয়া,বিল্লাল হোসেন, ও দেলোয়ার হোসেন বলেন, সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা সময় লাগে। কিন্তু আজ সকালে রওনা হয়েছি, এখনো কাঁচপুর পার হতে পারিনি।একই অভিজ্ঞতা জানিয়েছেন ট্রাকচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে এদিকে আমাদের গাড়ির মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।
রাস্তায় ডিউটিরত পুলিশ সদস্যরা জানান পূজার ছুটির চাপের পাশাপাশি বৈরী আবহাওয়া যুক্ত হওয়ায় সড়কে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত