অনলাইন ডেস্ক: পাকিস্তানের ডিজিএফআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে।
মধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এ খবর জানান পাকিস্তানের ডিজিএফআইয় মহাপরিচালক। অবশ্য পরে ভারত মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে।,
আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এর মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি পড়ে পাঞ্জাবের অমৃতসরে।
তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারত।
আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত পরিকল্পনা মতো শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। শিখ ও সংখ্যালঘুদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরা শিকার হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের।
তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা। সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। ভারত এখন নিজ দেশের জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে।
এর আগে অমৃতসরে গভীর রাতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে ব্ল্যাকআউট নিশ্চিত করার অনুরোধ জানান।
সূত্র : দ্য ডন, রয়টার্স।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD