

স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্, নীলফামারী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী-২ আসনে তাদের প্রার্থী হিসেবে ডা. মো. কামরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে। প্রার্থী ঘোষণার পরই এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর ডা. মো. কামরুল ইসলাম বলেন,আলহামদুলিল্লাহ, আমাকে মনোনীত করায় নীলফামারীবাসী, দুই নং গোড়গ্রাম, হাজিগঞ্জ এবং এনসিপির সব অঙ্গসংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উন্নয়ন ও জনগণের সেবা—এটাই হবে আমার মূল লক্ষ্য।
স্থানীয় এনসিপি নেতারা মনে করছেন, তার প্রার্থিতা নীলফামারী-২ আসনে নতুন রাজনৈতিক গতি ও সম্ভাবনা তৈরি করবে। এদিকে দলীয় নেতা-কর্মীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি জোরদার করে মাঠে সক্রিয় হয়েছেন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD