

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেছেন মোছাঃ জিনিয়া জামান। তিনি গত ৭ ডিসেম্বর রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
উল্লেখ্য যে,বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব আমিনুল ইসলাম স্বাক্ষরিত গত ২৬ নভেম্বরের এক প্রজ্ঞাপনে উনাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। বর্তমান কর্মস্থলে যোগদানের আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামান যোগদান পরবর্তী তার ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মজীবনের পরিচয় পর্বে জানান - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এবং সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল চাঁপাইনবাবগঞ্জ।জন্মসূত্রে তিনি কুষ্টিয়া জেলার সদর উপজেলার বাসিন্দা।তিনি বারহাট্টা উপজেলা বাসির দোয়াপ্রার্থী।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD