(পলাশ পাল,নেত্রকোনা প্রতিনিধি)
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা এলাকায় নারায়ণ পাল (৪১) নামে এক মুদি দোকানিকে তার নিজ দোকানে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
গত সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১০.৩০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বলে ধারণা করা যাচ্ছে।
নিহত নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা এলাকায় থাকা নারায়ণ স্টোর নামে একটি মুদি দোকানের মালিক এবং পৌরশহরের সাত নম্বর ওয়ার্ডের রাউতপাড়া মহল্লার নৃপেন্দ্র পালের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও দোকান পরিচালনা করেন নারায়ণ পাল। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় জনগণের ভিতরে চরম ভয় ও অস্থিরতা বিরাজ করছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD