( পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি ) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন(৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বরুয়াকোনা বিওপি’র একটি টহল টিম গোয়েন্দা তথ্যের বিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে
কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অপরদিকে ভরতপুর বিওপির একটি টহল টিম গোয়েন্দা তথ্যের বিত্তিতে শুক্রবার রাত ৭ টার দিকে দূর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাজীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD