

স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্, নীলফামারী।
পঞ্চগড় জেলার সদর উপজেলার ভিতরগড় সীমান্ত এলাকায় ভারতীয় গরু পাচারের চেষ্টা চলাকালীন ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন। ২২ নভেম্বর ২০২৫ তারিখ-২৪০ ঘটিকায় প্রতিপক্ষ বিএসএফ সদস্যর তাড়া খেয়ে সীমান্ত পিলার ৭৪৪/৮ আর হতে আনুমানিক ২০-২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থান দিয়ে ডাকঘর :অমরখানা, থানা ও জেলা: পঞ্চগড় শূন্য রেখা অতিক্রম করেন। বাংলাদেশে ফিরত আসার প্রাক্কালে ভিতরগড় সিমান্ত বিওপির ১টি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, রাতের অন্ধকারে ৮ জন বাংলাদেশি পাচারকারী ভারতের দিক থেকে গরু আনতে শূন্য রেখা অতিক্রমের চেষ্টা করলে টহল দল তা লক্ষ্য করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তবে বিজিবি মো. বুলু (৩৫) নামে একজন পাচারকারীকে ঘটনাস্থল থেকেই আটক করতে সক্ষম হয়। বুলুর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধানমন্ডি এলাকায়।
আটক বুলুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সঙ্গে আরও কয়েকজন স্থানীয় পাচারকারী যুক্ত ছিল।
তাদের মধ্যে রয়েছে—শিশু মিয়ার ছেলে মো. জসিম (৪০), জনাব আলীর ছেলে মো.মইদল (৩৫),ফজলুর রহমানের ছেলে সংগ্রাম (২৯), ও মো. সাদেক (৩২),শাহাজানের ছেলে আবু খায়ের (২৮), মো. সিদ্দিকের ছেলে মো: আশরাফুল (৩০) এবং আফসারের ছেলে মো: বাপ্পি (১৫)। তারা সবাই ভারত থেকে গরু এনে বাংলাদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানান বুলু মিয়া।
বিজিবি আরও জানায়, আটক বুলু ও তার সহযোগীদের বিরুদ্ধে ভারত–বাংলাদেশ সীমান্তে গরু পাচারচেষ্টার অভিযোগে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হবে।
৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, যে কোনো মূল্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD