মোঃ ইয়াছিন পালোয়ানঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ফরিদগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. ইসমাইল।
১৪ জুন শনিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পথশিশুদের মাঝে নিজ হাতে নতুন পোশাক বিতরণ করেন তিনি।
এই কর্মসূচির পেছনে কোনো সংগঠন ছিল না, ছিল না মিডিয়ার উন্মাদনা।
ছিল কেবল একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসা—যিনি বিশ্বাস করেন, মানুষের পাশে থাকা মানেই দায়িত্ব নয়, বরং তা এক ধরনের আত্মতৃপ্তি।
জানা গেছে, কনস্টেবল ইসমাইল এসব পোশাক কিনে এনে বিকেলের দিকে বাসস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কয়েকজন পথশিশুকে ডেকে এনে নতুন জামা কাপড় হাতে তুলে দেন। অনেক শিশুর চোখে তখন আনন্দের ঝিলিক—যা কোনো ক্যামেরার ফ্ল্যাশের চেয়ে উজ্জ্বল।
এই প্রসঙ্গে মো. ইসমাইল বলেন,
"ওদের মুখে একটু হাসি দেখতে পেলেই মনে হয়—এই ইউনিফর্ম পরার একটা মানে আছে, আমার বেঁচে থাকার একটা মূল্য আছে।"
স্থানীয় এক দোকানদার বলেন,
"এই মানুষটা একদম আলাদা। শুধু দায়িত্ব পালন করেন না—মনে-প্রাণে পাশে থাকেন। ওনার মতো পুলিশ থাকলে মানুষ পুলিশকে ভয় নয়, ভালোবাসবে।"
উল্লেখ্য, এর আগেও মো. ইসমাইল পথশিশুদের সঙ্গে একত্রে বসে খাবার খাওয়া, মাদ্রাসার এতিমদের খোঁজখবর নেওয়া ও সহায়তা প্রদানসহ একাধিক মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তার কাজগুলো নিঃশব্দ হলেও সমাজে ব্যাপক প্রভাব ফেলছে।
একজন সাধারণ কনস্টেবল হয়েও মো. ইসমাইল বারবার প্রমাণ করছেন—মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় পদ নয়, দরকার বড় মন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD