

চিলমারী সংবাদদাতা:
থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগের পর রাজনৈতিক হয়রানির মুখে পড়ার অভিযোগ তুলেছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাপাড়া গ্রামের মোঃ ছাবেদ আলী মন্ডল। তিনি পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সহ-দপ্তর সম্পাদক হিসেবে তালিকাভুক্ত হন; তবে তাঁর দাবি, এ পদে অন্তর্ভুক্তির বিষয়টি তাঁকে পূর্বে জানানো হয়নি। এ ঘটনা জানার পর তিনি ২০২০ সালের ১৮ জানুয়ারি দলীয় পদ ও সদস্যতা থেকে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
মোঃ ছাবেদ আলী মন্ডলের অভিযোগ, আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। বিভিন্ন মহল তাঁকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে নানাভাবে হয়রানি করছে বলে তিনি দাবি করেছেন।
তিনি জানান, দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন । তাঁর ভাষ্য অনুযায়ী,তাঁর বিরুদ্ধে অযাচিত অপপ্রচার ও অপমানজনক বক্তব্যে তিনি ক্ষুব্ধ এবং এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন।

৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD