অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত। ভারতের আকাশসীমায় প্রবেশ না করেও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছি আমরা। যার মধ্যে তিনটি রাফায়েলও ছিলো। বুধবার দেশটির পার্লামেন্টে এক ভাষণে তিনি এ কথা বলেন।
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান প্রমাণ করেছে তারা শুধু মাণবিক শক্তিইতে পারদর্শী নয়, বরং প্রচলিত যুদ্ধেও সমানভাবে সক্ষম।
তিনি আরও বলেন, আমাদের শত্রুরা গতরাতে ঘুমাতে পারেনি এবং আমাদের মিত্ররা বুঝেছে, যখনই তারা কঠিন পরিস্থিতিতে পড়বে, তখন তারা পাকিস্তানের দ্বারস্থ হতে পারবে—এবং এর চেয়ে সম্মানজনক কিছু পাকিস্তানের জন্য হতে পারে না।'
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD