(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক ‘সেইফ মিট’ মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা।
জেলার হিরনপুর এলাকায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের বাস্তবায়নে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান, যার লক্ষ্য নিরাপদ ও মানসম্মত পোল্ট্রি পণ্যের উন্নয়ন ও বাজারজাতকরণ।
আজ (২৬সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসকের ঋণ পরিচালক মোঃ সামসুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা দক্ষিণ ও উত্তর জোনের আঞ্চলিক ব্যবস্থাপক এস এম ফারুক রানা ও শামসুল আলম খান, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডা. ঐশ্বর্য মজুমদারসহ অনেকে।
স্থানীয় কৃষি উদ্যোক্তারা জানান, এ উদ্যোগ এলাকায় স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি তৈরি করবে নতুন কর্মসংস্থান।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD