মোঃ এলাহী মালয়েশিয়া :
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন ঘরে বসেই মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশের সব মোবাইল ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বহুজাতিক সংস্থা রিয়া ই ওয়ালেট অ্যাপ মোবাইলে ব্যবহার করে এ সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় (জেটিকে) এই অনুমোদন দিয়েছে।মালয়েশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, রিয়া ই-ওয়ালেট ব্যবহারের জন্য ব্যাংক বা মানি ট্রান্সফার সেন্টারে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে কর্মস্থলের বেতন গ্রহণ করতে পারবেন। নিয়োগকর্তারা কর্মীদের রিয়া ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে বেতনও দিতে পারবেন।আরও বলা হয়, রিয়া মানি ট্রান্সফার এবং ইউরোনেট ওয়ার্ল্ডওয়াইড ইনকর্পোরেটেডের (নাসডাক: ইইএফটি) একটি বাণিজ্যিক শাখা মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় (জেটিকে) এসএম থেকে রিয়া ই ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল বেতন পরিশোধ করার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের মাধ্যমে রিয়া এখন মালয়েশিয়ার প্রবাসী শ্রমিক জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ, বৈধ চ্যানেলে ও নিয়মানুগ বেতন ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করতে পারবে। যাদের একটি বড় অংশ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়েছে।রিয়া পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, রিয়া ওয়ালেট, রিয়া প্রিপেইড কার্ড প্রোগ্রাম (মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে তৈরি) ডিজিটাল সার্ভিসের পাশাপাশি মালয়েশিয়া জুড়ে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফারের ৭৮টি শাখা রয়েছে। ডিজিটালের পাশাপাশি রিয়া মানি ট্রান্সফারে সেমি ডিজিটাল সার্ভিসও রয়েছে। যা গ্রাহকদের ই ওয়ালেট এবং কাউন্টারের মাধ্যমে অফলাইনে রেমিটেন্স প্রদানের সুযোগ করে দেয়। রিয়া ই ওয়ালেট ও মাস্টার কার্ড ব্যবহার করে দেশে রেমিট্যান্স পাঠালে সরকারও নির্দিষ্ট হারে রাজস্ব পাবে।প্রবাসীরা দিন-রাত ২৪ ঘণ্টা ঘরে বসেই বৈধ চ্যানেলে বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে পরিবারের কাছে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন। বাংলাদেশে নিরাপদে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফার একটি দুর্দান্ত মাধ্যম বলে জানান রিয়ার উর্ধতন কর্মকর্তারা। তারা আরও জানান, ঘরে বসেই মোবাইল ব্যবহার করে সহজেই নিজ দেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা থাকায় প্রবাসীরা অবৈধ চ্যানেল পরিহার করে বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে। এতে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD