মোঃ ইয়াছিন পলোয়ানঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়ার পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ফরিদগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা ইউএনও সুলতানা রাজিয়ার সততা, কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর প্রশাসনিক তৎপরতা ও নেতৃত্বে ফরিদগঞ্জে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ইউএনও সুলতানা রাজিয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়