

মোঃ ইয়াছিন পালোয়ান:
সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাতেও কিশোর কণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, সারা বাংলাদেশে কয়েকটি স্থানে প্রথম ধাপে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ফরিদগঞ্জসহ জেলার আরও কয়েকটি উপজেলায় পুনরায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উপজেলাব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৬৪ জন শিক্ষার্থী একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পুরো উপজেলার জন্য এবার এককেন্দ্র নির্ধারণ করায় পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা, সুশৃঙ্খল পরিবেশ ও নির্ভুল ব্যবস্থাপনা নিশ্চিত হয়।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ।তিনি বলেন, নিয়মতান্ত্রিক ও প্রতিযোগিতামূলকভাবে মেধাকে মূল্যায়ন করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং ভবিষ্যতে তারা নিজেদের লক্ষ্য নির্ধারণে আরও সচেতন হয়। কিশোর কণ্ঠের এ ধরনের আয়োজন শিক্ষাবান্ধব।শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক,রাহমতে রাব্বি মাজেদ।তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গঠনে সহায়তা করে বলে অভিমত ব্যক্ত করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক সাব্বির আহম্মেদ এবং ফরিদগঞ্জ পূর্ব অঞ্চলের আহ্বায়ক মোঃ সাকিব। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ থানা পুলিশ সদস্যরা।
পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কেন্দ্র সচিব জানান, উত্তরপত্র মূল্যায়ন শেষে নির্ধারিত সময়েই ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের নিজস্ব প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে জানানো হবে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD