মোঃ ইয়াছিন পালোয়ান:
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালুকদার বাড়ির পেছনের কৃষিজমিতে বিকেলের দিকে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
নিহত সুজন দেবনাথ ওই এলাকার মৃত খোকন দেবনাথের ছেলে। পরিবারের সদস্যরা জানান, দিনমজুর হিসেবে কাজ করা সুজন দুপুরে ঘর থেকে বের হয়ে যান। পরে বিকেলে স্থানীয়দের মাধ্যমে কৃষিজমিতে তার মরদেহের খবর পান তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড় বা বজ্রপাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
অন্যদিকে স্থানীয়দের কেউ কেউ মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD