ফরিদগঞ্জ চাঁদপুরঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পৌর এলাকার চরবড়ালি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য মো. আকরাম হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া জমাদার বাড়ির আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর চরবড়ালি মিজি বাড়ির সামনে থেকে সিএনজি চালক ইউসুফের অটোরিকশাটি চুরি হয়। ওই রাতেই ভুক্তভোগী ইউসুফ ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আকরামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকরাম চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে চোরাই সিএনজিটি উদ্ধার করা হয়। সে আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে সিএনজি ও যানবাহন চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন,
“চুরির মাত্র দুই দিন পর অভিযান চালিয়ে চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং চক্রের সক্রিয় সদস্য আকরামকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, এই চক্রের আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
উদ্ধারকৃত সিএনজি থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্যদের চোর চক্রের সদস্যদের চেষ্টা চলছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD