মোঃ ইয়াছিন পালোয়ানঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি ইউনুস মুন্সির সভাপতিত্বে ও সেক্রেটারি রহমত রাব্বি মাজেদ এর সঞ্চালনায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির, চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ও ইসলামী ফাউন্ডেশনের সাবেক ডিজি মোঃ জিয়াউল হক শামীম, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইউনুস হেলাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে যেহেতু নমিনেশন বাণিজ্য থাকবে না সেহেতু কোন মারামারি হানাহানি থাকবে না। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, পিআর পদ্ধতিতে হলে কোন ভোট নষ্ট হবে না এবং এবং রাজনৈতিক সহিংসতা কমে যাবে। রাজনীতিবিদরা সংসদে আলোচনা করবে ফলে রাস্তাঘাটে কোন আন্দোলন সংগ্রাম করতে হবে না। তিনি আরো বলেন এমপিদের কাজ হচ্ছে আইন প্রনয়ন করা, জনগণ আর এলাকার উন্নয়ন করবে স্থানীয় সরকার।
এ সময় বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, দেশের উন্নয়ন ও নৈতিক সমাজ গঠনে যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হবে। ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। বিগত সরকার যুবকদেরকে বেকার তৈরি করে রেখেছেন, আমরা যদি ক্ষমতায় আসি আমরা জনগণের শাসক হবো না জনগণের সেবক হবো এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করব।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD