মোঃ ইয়াছিন পালোয়ানঃ
৮ অক্টোবর সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন,
বাল্যবিবাহ একটি মেয়েকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে পঙ্গু করে দেয়। অপ্রাপ্তবয়সে গর্ভধারণের ফলে যে শিশুর জন্ম হয় সেও অপুষ্টিতে ভোগে, যা একটি সুস্থ ও সক্ষম জাতি গঠনের পথে অন্যতম বাধা।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে পারলেই বাল্যবিবাহের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে মুক্তি সম্ভব।
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মেয়েরা ও স্থানীয় জনগণ প্রতিশ্রুতি দেন তারা আর কোনো বাল্যবিবাহ সংঘটিত হতে দেবেন না।
সভায় ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।