মোঃ ইয়াছিন পালোয়ানঃ
ফরিদগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ইউনুস হেলাল ও সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় তারা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাওলানা ইউনুস হেলাল বলেন, আমরা চাই সকল ধর্মের মানুষ দেশে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করুক। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী’র অন্যান্য নেতৃবৃন্দও তাদের সঙ্গে ছিলেন। তারা পূজা উদ্যাপন কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ায় জামায়াত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
পরিদর্শনে উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD