মোঃ ইয়াছিন পালোয়ানঃ
১০ জুন বুধবার বিকেল ৪টায় আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম-এর ৪৫২তম সাহিত্য আড্ডা।
এ আড্ডায় মুক্তমনা পরিবেশে সাহিত্যপ্রেমী লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন এবং কবিতা পাঠ, গল্প আলোচনা ও সাহিত্য বিষয়ক মতবিনিময়ের মাধ্যমে সময়টি প্রাণবন্ত করে তোলেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ,সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য ইয়াছিন দেওয়ান, মোঃ ইয়াছিন পালোয়ান, মোঃ নাহিদ হাসান, মোঃ শাহিন প্রমুখ।
এসময় নূরুল ইসলাম ফরহাদ বলেন মুক্তমনা পরিবেশে নিজেদের অনুভূতি নিয়ে যে সুন্দর লেখালেখি করেছ তা আসলেই আগামীর পথে উঠে আসার জন্য তোমাদের খুবই জরুরী।
তারেক রহমান তারু বলেন লেখার পাশাপাশি তা সঠিকভাবে উপস্থাপন করা খুবই জরুরী। তাই লিখতে হবে এবং সঠিকভাবে তা উপস্থাপন করতে জানতে হবে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আগামী আড্ডাগুলোতেও স্থানীয় তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD