ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের নতুন গেট নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গেটের পিলার থেকে ছাদ পর্যন্ত বিভিন্ন স্থানে রড বেরিয়ে থাকায় ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ইতোমধ্যেই গেটের ভাঙাচোরা দৃশ্য চোখে পড়ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৪৩০ টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকায় আধুনিক একটি গেট নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পান স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস হাজী জামান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুমতিপত্র হাতে পেয়ে কাজ শুরু করে।
শুরু থেকেই নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি—বারবার আপত্তি জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কর্ণপাত করেনি। এমনকি কলেজ কর্তৃপক্ষের তিনজনকে কাজ তদারকির দায়িত্ব দেওয়া হলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা আমাদের প্রতিষ্ঠান। এখানে এমন দুর্নীতিপূর্ণ কাজ হবে তা ভাবতেও পারিনি। কোটি কোটি টাকা ব্যয় করে যদি টেকসই কোনো কাজ না হয়, তবে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।”
তদারকি কমিটির সদস্য ও কলেজের প্রভাষক নাসির উদ্দিন স্বীকার করে বলেন, “আমরা কাজের অনিয়ম লক্ষ্য করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এমএস হাজী জামান এন্টারপ্রাইজ-এর মালিক জাকির হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভের সঙ্গে বলেন, “এটা আপনাদের দেখার বিষয় নয়। শিক্ষা প্রকৌশলীই দেখবেন।”
অন্যদিকে শিক্ষা প্রকৌশলী বিভাগের এসও শাহাদাত হোসেন দাবি করেন, “কাজের মান সুন্দর হয়েছে।” তবে রড কেন বাইরে থেকে দৃশ্যমান—এমন প্রশ্নে তিনি এড়িয়ে গিয়ে বলেন, “আমি জানি না, এ বিষয়ে আমার স্যারের সঙ্গে যোগাযোগ করুন।”
চাঁদপুর জেলা শিক্ষা প্রকৌশলীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম শরীফ জানান, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিষয়টি নথিভুক্ত করছি।”
এদিকে সরকারি অর্থের অপচয় ও কাজের নিম্নমান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দাবি জানিয়েছেন—এমন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হোক।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD