

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় হরিবাসর রেলগেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. লিমন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মো. লিমন উত্তর চেলোপাড়ার বাসিন্দা শরিফুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হরিবাসর রেলগেটের সামনে লিমনকে একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা লিমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
লিমনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লিমনের শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD