মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পুলিশের লুট হওয়া অ*স্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ বগুড়া ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়,
একটি পিস্তল বা শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা,চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা
এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা
আর এলএমজি উদ্ধার করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এছাড়া প্রতিটি রাউন্ড গুলি উদ্ধারের জন্য ঘোষণা করা হয়েছে ৫০০ টাকা করে পুরস্কার
পুলিশ জানিয়েছে, তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অস্ত্র উদ্ধারে সহযোগিতা করতে চাইলে সরাসরি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (গাবতলী ও সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাজাহানপুর সার্কেল)সহ জেলার বিভিন্ন সার্কেল ও থানার কর্মকর্তাদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। এছাড়াও বগুড়া পুলিশ কন্ট্রোল রুম (০১৩২০-১২৭৪৯৮) এবং জাতীয় জরুরি সেবা *৯৯৯* নম্বরেও যোগাযোগ করা যাবে।
জেলা পুলিশ, বগুড়া জানিয়েছে, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া এসব অস্ত্র উদ্ধারের কাজ সহজ হবে না। তাই দ্রুততম সময়ে অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD