মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
আজ ০৫/১০/২০২৫ তারিখে বিশ্ব শিক্ষক দিবসের উপলক্ষে বগুড়া জেলা শিক্ষক কমিটি আয়োজনে রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে । আলোচনা সভা অনুষ্ঠিত হয় বগুড়া জিলা স্কুল আমিনুল হক দুলাল অডিটরিয়ামে । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন হোসনা আফরোজা। জেলা প্রশাসক,বগুড়া
বিশেষ অতিথি: জনাব জেদান আল মুসা, স্পন্দিন পুলিশ সুপার, বগুড়া
প্রফেসর মোঃ শওকত আলম মীর, অধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, অধ্যক্ষ, সহকারি মুজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া মোঃ রেজাউল করিম বাদশা, সভাপতি, বগুড়া জেলা বিএনপির ।
সভাপতিত্ব করেন মোঃ সমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার, বগুড়া,
বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন হচ্ছে। এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।
শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। এ কারণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হয়। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে, সকল শিক্ষকদের প্রতি রইল বিনর্মশ্রদ্ধা ।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD