

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, স্থিরচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও বিশাল বর্ণাঢ্য র্যালি।
সকালের কর্মসূচির শুরুতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে ১১টায় শহীদ খোকন পার্কে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর নির্মিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালঅম আজাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক পলাশসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD