

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আখতার ফরহাদ জামান। আইন অঙ্গনে তার দীর্ঘ ও সফল কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ নিশ্চিত হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
আখতার ফরহাদ জামান ১৯৯৭ সালে বাংলাদেশ বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ২০০১ সালে তিনি হাইকোর্ট বিভাগে এবং সর্বশেষ ২০২৪ সালের ০২ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন। আইন পেশায় তিনি দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকের পরামর্শক ও প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও এলএলবি ডিগ্রি লাভ করেন। তার পিতা ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এস. আফজাল হোসেন।
পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি মেজো। তার সহোদরদের মধ্যে বড় বোন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বড় ভাই বগুড়া ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক হিসেবে স্ব-স্ব কর্মক্ষেত্রে সুপরিচিত।
বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার আদি বাসিন্দা আখতার ফরহাদ জামানকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সাবেক কাউন্সিলর মো. এরশাদুল বারী এরশাদ এই নিয়োগকে ওয়ার্ডবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তার জন্য শুভকামনা জানিয়েছেন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD