

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় ২৫ অক্টোবর ২০২৫ ইং শনিবার দুপুরে আনুমানিক ২টায় এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে মো: শাহিন আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর ২০২৫ইং মঙ্গলবার রাতে উপজেলার বালিয়া দিঘী ইউনিয়নের কলাকোপা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন আলম কলাকোপা গ্রামের শহিদুল প্রামানিকের পুত্র। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুরে কলাকোপা গ্রামের এক অসহায় দরিদ্র নারী গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে মাঠে যান। সে সময় একই গ্রামের শাহিন আলম ওই নারীকে কু-নজরে দেখে যৌন নিপীড়ন করেন।
এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহিন আলমের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় রেকর্ড করা হয়, যার মামলা নং-১৯।
মামলার পরিপ্রেক্ষিতে বাগবাড়ি ফাঁড়ীর পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে আসামি শাহিন আলমকে গ্রেফতার করে।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD