মোঃ গুলজার রহমান বগুড়া
শিবগঞ্জ থানাধীন মহাস্থান নামাপাড়া গ্রামস্থ ও মহাস্থানগড় পাথরপাড়া গ্রামস্থ।১৪/০৯/২৫তারিখে বিকেল ৪টার সময়-৮০০ গ্রাম গাঁজা সহ চারজন আসামিকে গ্রেফতার করে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ।
ডিএনসি,বগুড়া 'খ' সার্কেলের নিয়মিত মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে মহাস্তান গড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি আভিযানিক টিম এই অভিযানে গ্রেফতার করা হয় ৪ জন কে,গ্রেফতারকৃতরা হলেন১। মোঃ মনু মিয়া(৪০), পিতা- মোঃ সিরাজ,২,রাজু ফকির (৩২), পিতা- টুনিয়া ফকির গ্রাম মহাস্থান নামাপাড়া,থানা-শিবগঞ্জ,জেলা- বগুড়া ৩. মোঃ রেজাউল (৫০), পিতা- মৃত আতিয়ার রহমান, গ্রাম-খুরাগাছ পশ্চিম পাড়া,থানা-মিঠাপুকুর,জেলা- রংপুর। ৪. মোঃ মোর্শেদুল ইসলাম মুন্না(১৯),পিতা- মোঃ মালেকগ্রাম সুলতানপুর,থানা- গাবতলী, জেলা- বগুড়া।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট ০৪(চার)জন আসামীকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক আসামীকে ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০(তিনশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার ঘটনাস্থলে আলামত ধ্বংস করেন
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD