মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার সোনাতলা থানাধীন বোচারপুকুর এলাকা ২৬/০৯/২০২৫ তারিখ, ৯:০০সময় , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম ক, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভ্যানের উপরে ঘাসের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে ৩৫ (পয়ত্রিশ) কেজি গাঁজা এবং একাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন ভ্যান ও তাদের ব্যবহৃত ২টি মোবাইলসহ ০২জন মাদক ১) মোঃ আনিসুর রহমান শেখ(৩৫) পিতা- মৃত চান্দু দফাদার মাতা-মোছা: আয়তন বেগম, গ্রাম- কলাকাটা হামছাপুর, শালমারা ইউপি থানা- গোবিন্দগঞ্জ , জেলা- গাইবান্ধা।(২) মো: ময়নুল হক (৩৩) পিতা: মো: মোজাহার আলী মাতা: মোছা: মনোয়ারা বেগম গ্রাম- শালমারা, মিরাপাড়া, শালমারা ইউপিথানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। পাচারকারীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD