ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ :
রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলের নাম পরিবর্তন করে “রাষ্ট্র সংস্কার আন্দোলন” থেকে “বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন” ঘোষণা করা হয়।
এ সময় নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়, যেখানে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন এডভোকেট হাসনাত কাইয়ূম।
সভাপতি নির্বাচিত হওয়ার পর স্বাগত বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, “২০১২ সালে গণতান্ত্রিক সংবিধান আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা একটি ছোট গ্রুপ আজ জনগণের আস্থা অর্জন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে আমরা জনমত তৈরি করতে সক্ষম হলেও মানবিক রাষ্ট্র বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। জুলাই সনদের টেকসই ও সকলের কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “হাসিনার নির্বাচন কমিশন আমাদের দলের নিবন্ধন দেয়নি। তবে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাধ্য হয়েছেন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে। আমরা আশা করি, দ্রুততম সময়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধিত রাজনৈতিক দলে পরিণত হবে।”
সম্মেলনে সারাদেশের প্রায় ১৩০ কমিটির ২০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD