

নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) এশার নামাজ শেষে মধ্যেম পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কাচালং সরকারি কলেজ শাখা।
মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শুরুতেই ছাত্রদল নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।
অনুষ্ঠানে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, দপ্তর সম্পাদক মোখলেস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হোসেনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র নেতারা জানান, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা বাংলার মানুষ কখনো ভুলবে না। তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপি বা ছাত্রদলের জন্য নয়, বরং বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা।
দোয়া পরিচালনা করেন মধ্যেম পাড়া জামে মসজিদের পেশ ইমাম। তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানান
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD