মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকাস্থ ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর চট্টগ্রাম হতে নেত্রকোণাগামী শামীম এন্টারপ্রাইজ পরিবহন নামীয় যাত্রীবাহী বাস তল্লাশী করে মাদক ব্যবসায়ী ১/ ফরিদ আলম (৪৯), পিতাঃ দ্বীন মোহাম্মদ, মাতাঃ ছালেমা খাতুন, ২/ নুর মোহাম্মদ (২২), পিতা- ফরিদ আলম, মাতা- তৈয়বা বেগম, উভয়ের সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা- উখিয়া , জেলা- কক্সবাজার দ্বয়কে (৫,০০০+৪,৮৬০)=৯,৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD