

হাসান আলী(সবুজ):
রৌমারী উপজেলার বন্দরেড়, চর শৌলমারী এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১৮টি কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে ৪ দিন( ১৬-১৯ তারিখ)ব্যাপী " দ্রুত আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ড এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পে চর শৌলমারী ডিগ্রি কলেজ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাঁস-মুরগি পালন, সবজি চাষ, মৎস চাষ এসবের রোগ প্রতিরোধ এবং তাঁতের কাজ, ক্ষুদ্র ব্যবসাসহ কিভাবে দ্রুত আয়-বৃদ্ধিমূলক কাজ করা যায় তার পরিপূর্ণ ধারনা প্রদান করা হয় প্রশিক্ষণে। এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।এতে উপস্থিত ছিলেন চর শৌলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী,উপসহকারী কৃষি কর্মকর্তা আ:রব,চর শৌলমারী ইউনিয়নের তাঁত সমিতির সভাপতি আবু তালেব ফকির,ফিল্ড ফেসিলিটেটর নুর-ইসলাম ব্যাপারী, হাসান আলীসহ আরো অনেকেই।।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD