মোঃ গুলজার বগুড়া প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা দেশনেত্রীর আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন এবং সাংগঠনিক সম্পাদক শহীদ উল নবী সালাম।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুর রহমান শানজাদ, আমিনুল, মশিউর, হাবিব, রকি, মিল্লাত, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয়, মিরাজ, ইমরান, আলি হাসান, স্বচ্ছ, সম্রাট সহ জেলা, শহর, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ এবং বিভিন্ন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, জাতি তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে। এ সময় নেতৃবৃন্দ দেশনেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।



















